হে গিরিধারী কৃষ্ণমুরারি | He Giridhari Krishnamurari | সাধুচরণ দাস

হে গিরিধারী কৃষ্ণমুরারি
He Giridhari Krishnamurari
কথা,সুর ও কণ্ঠ: সাধুচরণ দাস
[হে গিরিধারী কৃষ্ণমুরারি
দেখা দাও ব্রজের দুলাল
কোথা তুমি গিরিধারী লাল(লাল)
কোথা তুমি গিরিধারী লাল?]-২
[রাজরানী মীরা কাঁদে তোমারও লাগিয়া
পথে পথে ফিরে শুধু হরিনাম গাইয়া]-২
[কৃপা করি ওগো নাথ,তুমি তো জগতের নাথ]-২
তোমা লাগি মীরা যে কাঙাল
কোথা তুমি গিরিধারী লাল(লাল)
কোথা তুমি গিরিধারী লাল?
[বৃন্দাবনের পথে মীরা নেচে নেচে যায়
কোথা গিরিধারী তুমি দেখা দাও মীরায়]-২
[দুঃখিনী মীরা কাঁদে তোমার লাগিয়া]-২
আশাপথ চেয়ে কতকাল!
কোথা তুমি গিরিধারী লাল(লাল)
কোথা তুমি গিরিধারী লাল
[হে গিরিধারী কৃষ্ণমুরারি
দেখা দাও ব্রজের দুলাল
কোথা তুমি গিরিধারী লাল(লাল)
কোথা তুমি গিরিধারী লাল?]-২

Check Also

Guru Bandana (গুরু বন্দনা) Lyrics | শ্রী গুরু চরণপদ্ম Lyrics | Shri Guru CharanaPadma Lyrics

গুরু বন্দনা Lyrics Guru Bandana Lyrics শ্রী গুরু চরণপদ্ম Lyrics Shri Guru CharanaPadma Lyrics গুরু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *