মনের মনে হল না একদিনে | Moner Mone Holo Na Ekdine | Key Lyrics

মনের মনে হল না একদিনে
Moner Mone Holo Na Ekdine
Key Lyrics
ফকির লালন সাঁই

মনের মনে হল না একদিনে

মনের মনে হল না একদিনে ।
আমি ছিলাম কোথায় এলাম হেথায়
যাবো কার সনে ।।
পাকা দালান কোঠা দিব
মহা সুখে বাস করিব
আমি ভাবলাম না কোনদিনে
যাব শ্মশানে ।।
আমার বাড়ি আমার এ ঘর
বলা কেবল ঝাকমারি সার
কোনদিন পলকে হইবে সংহার
হবে কোনদিনে ।।
কি করিতে কিবা করি
পাপের বোঝাই হইল তরী
লালন কয় তরঙ্গ ভারি
দেখি সামনে ।।

 

Moner Mone Holo Na Ekdine

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *