পিরিতি বানাইছে বৈরাগিনী
Piriti Banaiche Boiragini
পিরিতি বানাইছে বৈরাগিনী,
ওলো সজনী।
পিরিত রতন পিরিত যতন
পিরিতি অমূল্য রতন
আমিকি আর প্রেমের মর্ম জানি।।
আমি যদি যাই মরিয়া
সখি তোরা আমায় হইয়া
ছাপাইয়া রাইখো দেহ খানি
ছাপাইয়া রাইখো দেহ খানি, ও সজনী।।
আমার দয়াল বাবা কেবলা কাবা Lyrics Amar Doyal Baba Kebla Kaba Lyrics আমার দয়াল …