তুমি মঙ্গল করো মঙ্গল করো | Tumi Monghol o Koro Monghol o Koro

যশোর রোডের পাসের গাছ গুলিকে বাঁচানো নিয়ে দীর্ঘ দিন ধরে যে লড়াই চলছে কোর্টে তার খরচের কিছু অংশ সংগ্রহ করা হয়েছে এই অনুষ্ঠান টির মাধ্যমে ।
আয়োজক ঃ যশোর রোড গাছ বাঁচাও কমিটি [ ভারত ]
চিত্রায়ান ঃ Language of Music
কণ্ঠ – সাত্যকি বন্দ্যোপাধ্যায়
গিটার – কৌস্তভ দে
খোল – অরুনাভ
বাঁশি – স্বরুপ
করতাল – সজিব

 

তুমি মঙ্গল করো মঙ্গল করো

তুমি মঙ্গল করো মঙ্গল করো
হে মঙ্গল ময় প্রান
হে মঙ্গল ময় প্রান
ধনধান্যে পুস্পে ভরা
ধনধান্যে পুস্পে ভরা
ধরার রেখো মান
মান রেখো মান রেখো
তোমার দয়াল নামের মান
তোমার দয়াল নামের মান
আর তোমাতে জন্মিয়া যেন
ধন্য হয় জীবন
ধন্য ধন্য বলি কারে
যদি না বাঁচাইবে প্রান
যদি না বাঁচাইবে প্রান
আর আমার যেটুক
তোমার যেটুক বাকি বৃক্ষ ছায়া
যত ফুলের আঘ্রান

শচীর নন্দন নাথ দয়া করো মোরে
শচীর নন্দন নাথ দয়া করো মোরে
এই কৃপা করো যেন পাসরি না তোমায় হে
শচীর নন্দন নাথ দয়া করো মোরে
শচীর নন্দন নাথ দয়া করো মোরে
আমি যেইখানে সেইখানে যেন
জন্মাইয়া না মরি হে
কুকুর করিয়া রেখো তোমার ভক্ত গৃহে
শচীর নন্দন নাথ দয়া করো মোরে
শচীর নন্দন নাথ দয়া করো মোরে
এই কৃপা করো যেন পাসরি না তোমায় হে
শচীর নন্দন নাথ দয়া করো মোরে

তুমি মঙ্গল মঙ্গল ময়
নাই বা দিলে চাবির ভার
একবার ফুলের গন্ধ ফুটলে পরে
দেখাও কারার দার
একবার ফুলের গন্ধ ফুটলে পরে
দেখাও কারার দার
রাখো মারো যে হাল করো
ফুল ফুটাও হাজার বার
আমায় রাখো মারো যে হাল করো
ফুল ফুটাও হাজার বার
ফুল ফুটাও হাজার বার
আবার ফুলের গন্ধে দেখাও দেখি
কোথায় কারার দার
তুমি মঙ্গল মঙ্গল চরন
তুমি মঙ্গল মঙ্গল চরন
রেখো তোমার নামের মান
আর যেন অকালে না যায়
কোন মায়ের বুকের ধন

শচীর নন্দন নাথ দয়া করো মোরে
এই কৃপা করো যেন পাসরি না তোমায় হে
শচীর নন্দন নাথ দয়া করো মোরে
যেইখানে তোমার যাত্রা মহোৎসব নাই রে দয়াল
ইন্দ্রলোক হইলেও তাহা আমি চাইনে…..

চিত্রায়ন – সবুজ গাঙ্গুলি , অমিত বিশ্বাস , সত্যজিৎ হালদার , অর্ঘ দেব মিত্র , গৌতম ঘোষ
সম্পাদনা – অমিত বিশ্বাস

 

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *