আমি কি সুখে জীবন কাটাবো | Ami Ki Sukhe Jibon Katabo | Jalal Uddin Kha

আমি কি সুখে জীবন কাটাবো
Ami Ki Sukhe Jibon Katabo
কথাঃ- জালাল উদ্দিন খাঁ
 
 

আমি কি সুখে জীবন কাটাবো

আমি কি সুখে জীবন কাটাবো
যাবো বলো কোনখানে?
পিরিতি জান্নাতের ফল
ধরলো না মোর বাগানে।।
আজ আমার বুক ফেঁটে যায়
ভালোবাসার বিকারে।
পাথর গলে পানি হবে
কাঁদি যদি পাহাড়ে।
যে দুঃখ আমার অন্তরে
শুধু আমার মন জানে।।
তাজ মহলে পাথর হাসে
লয়ে তার জীবন্ত প্রাণ।
ভিতরে মমতাজ ঘুমায়
বাইরে জাগে শাহ জাহান।
দেখলে তারে বাধবি ধরে
পানি ঝরে নয়নে।।
দামি কথা দুনিয়াতে
কবিতা আর গীতিগান
নারীর বিরহ ব্যাথা
কিতাবেতে পেলো স্থান।
ব্যাথা কেনো হয় পেরেশান?
মিছে মায়ার ভুবনে।।
মায়ামহ ছাড়াইয়্যা
বন্ধন মুক্ত হইলে,
গানের ছন্দে প্রেমানন্দে
প্রেমিক নাচে একতালে।।
তাই তো কবি জালালে
গাইলো মৌলার ধ্যানে।

 

 

Ami Ki Sukhe Jibon Katabo

কি সুখে জীবন কাটাবো যাব বল কোন খানে,
পিরিতি জান্নাতি ফল ধরলোনা মোর বাগানে।।
আজ আমার বুক ফেটে যায়, ভালবাসার বিচারে,
পাথর গলে হইত পানি থাকতাম যদি পাহাড়ে।।
মনের দুঃখ বলবো কারে, শুধু আমার মন জানে।
তাজমহলের পাথর হাসে, লইয়া তার জীবন্ত প্রাণ,
ভিতরে মমতাজ ঘুমায়, বাহিরে জাগে শাহজাহান।।
দেখলে তারে প্রাণটি ধরে, পানি ঝরে নয়নে।
দামি কথা দুনিয়া কবিতা আর গীতি গান।
নারীরও বিরহ কথা কিতাবেতে পেল স্থান।।
বৃথা গেল ওই পেরেশান মিছা মায়া জীবনে।
মায়া মোহ ছাড়াই আমি বাঁধনহারা হইলেম।
গানের ছন্দে প্রেমানন্দে প্রেমিক নাচের তালে একতালে।।
তাইতো কবি জালালে গাইল মাওলার ধ্যানে।

Check Also

a logo for keylyrics.com

আমার দয়াল বাবা কেবলা কাবা Lyrics | Amar Doyal Baba Kebla Kaba Lyrics

আমার দয়াল বাবা কেবলা কাবা Lyrics Amar Doyal Baba Kebla Kaba Lyrics   আমার দয়াল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *