অভাগার বাসরে বন্ধু কেন আইলা না | Abhagar Basore Bondhu Keno Ayla Na | Bengali Folk Song। Baul Kafil Mia

অভাগার বাসরে বন্ধু কেন আইলা না
Abhagar Basore Bondhu Keno Ayla Na
Obhagar basore bondhu keno aila na । Bengali Folk Song। Baul Kafil Mia
কথা ও সুর: বাউল কফিল মিয়া
শিল্পী: কুদ্দুস বয়াতি

অভাগার বাসরে বন্ধু কেন আইলা না

আতর গোলাপ শুয়া চন্দন
সাজাইলাম ফুল বিসানা
অভাগার বাসরে বন্ধু কেন আইলা না
তুমি অভাগার বাসরে বন্ধু কেন আইলা না।।
মনো প্রাণ যৌবন তোমায় করিলাম অর্পণ
কোলে তে বসাইয়া রাখব করিয়া যতন
সঁপে দিব জীবন যৌবন ওরে মোর কেলেসোনা
অভাগার বাসরে বন্ধু কেন আইলা না।।
তুমি আইসো নিশি রাত আমার হাতে রাইখো হাত
বুকের সাথে বুক মিলাইয়া করব মোলাকাত
প্রাণে আর দিও না আঘাত ওরে মোর কেলে সোনা
অভাগার বাসরে বন্ধু কেন আইলা না।।
আমি গাইবো প্রেমের গান যত ভক্ত আশেকান
চতুর্দিকে বসেন সবে বৃদ্ধ নওজোয়ান
জুড়াইতে সকলের পরাণ যার প্রেমের যে দেওয়ানা।
অভাগার বাসরে বন্ধু কেন আইলা না।।
বাউল কফিল মিয়াই কয় যদি তোমার মনে লয়
একবার এসে দেখা দিও আমার সমূদয়
প্রেমজ্বালা মোর বুকেতে রয় জল ঢালিলে নিবে না।
অভাগার বাসরে বন্ধু কেন আইলা না।।
 
 

 

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *